TadantaChitra.Com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসী আহসান হাবীবের কবিতা

প্রকাশিত : আগস্ট ২৮, ২০১৯, ০৯:৩৬

প্রবাসী আহসান হাবীবের কবিতা

হে মানব/ ভৎস।
হে সেবক / সেবিকা ।
হে বালক/ বালিকা ।
হে পুরুষ/ মহিলা ।
হে প্রেমিক/ প্রেমিকা ।
হে ভাই/ বোন।
——————‐———-,,
প্রেম না করো
প্রমোদ করো না।
ভাল না বাসো
ঘৃনা করো না।
সম্মান না করো
অসম্মান করো না।
পালন না করো
অবহেলা করো না।
গিবাদ গাইও না
পারলে প্রশংসা করো।
দুর্বলতায় আঘাত করো না
সফলতা তুলে ধরো।
উপকার না করো
অপকার করো না।
সুপথ না দেখাও
ভূল পথ দেখাইও না।
কাউকে হিংসা করো না
পারলে ইৎসা করো।
আশ্রয় না দাও
নিরাশ্রয় করো না।
জামানত নাও
কিন্তু খেয়ানত করো না।
সুনাম না করো
অপমান করো না।
সুশিক্ষা দাও
কুশিক্ষা দিও না।
বিপদে সাথী না হও

বিপদগ্রস্ত  করো না।

ভক্তি না করতে পার
অভক্তি করো না।
সুসময়ে না
দুঃসময়ে পাশে দাঁড়াও।
ওয়াদা দিয়ে রক্ষা করো
প্রতারণা নয়।
অসৎ সংগ পরিহার করো
সৎ সংগ নয়।
সহধর্মিণী কে ভালবাসো
পরকীয়া নয়।
বাবা মাকে সেবা কর
বৃদ্ধাশ্রমে নয়।
আল্লাহকে ভয় করো
অন্য কাউকে নয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।