TadantaChitra.Com | logo

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ ঠিকানা

প্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০১৯, ১৭:২৯

শেষ ঠিকানা

“আহসান হাবীব”
ভাবি আমি সাড়াদিন সাড়া বছর সারা বেলা
কবে হবে শেষ তার, নিয়ে মোরে ছেলে খেলা?
যত আশা যত বানী’ রীতি মতো শুনি আমি,
কখনো হবে না সফল,সেও ভাল জানি ।
মিথ্যা, ধোঁকা বাজি আর অভিনয়ের দেশটা,
সকলকে বোকা বানানোর এ যে অপচেষ্টা।
সাহস, মনোবল আছে, নেই শুধু শক্তি,
জেল জুলুমের ভয়ে করিতে পারিনা কোন উক্তি।
ক্ষমতার লোভে, টাকার খোঁজে সবাই এখন বেস্তো,
মহামারী, দুর্যোগ নিরসন যাদের কাছে নেস্তো।
ভোটের আগে ধরাধরি, আশা দেয় ভূরি ভূরি,
ভোটেরে পরে কেউ নাই, আছে শুধু পুকুর চুরি।
খুন, গুম, দুর্নীতি, ধর্ষণে ভরে গেছে দেশ,
নেই সেই সোনার বাংলা এ এক আজব দেশ।
বাক আছে রুদ্ধ আজ, আছে ভালবাসা,
কেউ এখন কারো নয় হারিয়ে গেছে ভাষা।
তবু আমি হালছাড়ি না বুকে আছে বল
সত্যের জয় হবেই একদিন থাকলে মনোবল।
মিথ্যা বলে পার পাবে না, হিসাব দিতে হবে,
বিলাসিতা ছেড়ে যেদিন, মাটির নিচে যাবে।
দেশে আজ মহামারী, চারদিকে আহাযারি,
সমাধানে কেউ নাই, অভিনয়ের ছরাছরি।
ঘর থেকে বের হলে, আসবো কিনা আবার ফিরে,
কোথায় পাব সেই ভরষা দূর্ঘটনা আছে ঘিরে।
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা,
ফুলের নামের স্বার্থকতা, সে যে তুমি হাসনা হেনা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।