TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্ভাগ্য

প্রকাশিত : অক্টোবর ০১, ২০১৯, ০৮:২৯

দুর্ভাগ্য

আহসান হাবীব
পৃথিবীতে একজনই আছে মোদের স্রষ্টা
আছে পরকীয়া নিধনের নাই কোন চেষ্টা।
আছে চুরি, ডাকাতি, আরও আছে ছিনতাই,
যানজট আছে ,দুর্ঘটনা অহরহ শুধু তাই?
আছে মিথ্যাচার,দুর্নাম আর ও আছে সাজ,
আছে চাটুকার,অপবাদ নেই কোন লাজ।
ওয়াদা আছে পালন নেই ,পাই শুধু আশা।
আমি আজ বাক রুদ্ধ,কেড়ে নিচ্ছে ভাষা।
আছে সুদ, ঘুষ আছে বন্ধ হবে কবে,
চাই সততা বলছি আমরা সবে।
আছে খাদ্যে ভেজাল,আর চোরা কারবার,
সোনার বাংলা গড়বো বলি বার বার।
সত্যের বানী শুনতে হয়েছি পেরেসান,
দুর্নীতি করে করছে অট্টালিকা আলিশান।
সুজলা সুফলা শ্যামল রবি শস্যের দেশ,
তবু মোরা ভালবাসি মোদের বাংলাদেশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।