TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আহসান হাবিবের “মনোরঞ্জন”

প্রকাশিত : নভেম্বর ১২, ২০১৯, ১৩:০৯

আহসান হাবিবের “মনোরঞ্জন”

মনোরঞ্জন
“আহসান হাবীব”

দু হাত ধরে একদিন, বলেছিলে তুমি,
ভালোবাসি আজও,ভুলে যাইনি আমি ।
দুঃখের দিনে সংগি হয় যে জন ,
পরোপকারে স্বার্থ খুঁজে না সেজন ।
খুঁজতে নাই কভু,তুমি ভালোবাসো যাকে,
তোমাকে ভালোবাসে,খুজো তুমি তাকে ।
ভালো লাগা ভালোবাসা, এক কথা নয়,
মনের মিলের মানুষটি, চিরস্থায়ী হয়।
সন্ধেহ প্রবন, আনে কলুষিত জীবন,
একবার আসলে, হয় না আর আপন।
প্রিয়তমা বলে ডাকছো কাছে যাকে,
ভুল যদি করে বুঝিয়ে বলো তাকে,
দুর্নাম নয় কাছে ডাকো ভালোবাসা দিয়ে,
প্রতিশোধ নিতে নেই, অন্যের কানে দিয়ে।
শাসন করো নিজে, অন্যকে দিয়ে নয়,
ভালোবাসতে হবে, সেবা যদি পেতে হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।