TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাকারের তালিকা ‘সংশোধনের নির্দেশ’ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০১৯, ০৮:১৩

রাজাকারের তালিকা ‘সংশোধনের নির্দেশ’ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রথম দফার রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের সর্বশেষ যৌথ সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়টা আমাদের নজরে এসেছে। বিষয়টি আমাদের নেত্রীও জানেন। তালিকা সংশোধন করতে মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রীও তালিকা যাচাই বাছাই করে ভুল-ভ্রান্তি যেন না থাকে সেভাবে সংশোধন করে প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশোধনের অঙ্গিকার ঘোষণা করেছে। কাজেই এ নিয়ে আর কোনও প্রশ্ন থাকার কথা নয়।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলন ঘিরে কোনও অনিয়ম সহ্য করা হবে না। বিজয়ের মাসে ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের শেকড়ের সাথে সম্পৃক্ত। সেজন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না।’

এসময় স্মরণকালের বড় সম্মেলনের ঘোষণা দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পদ-পদবির ইচ্ছা সবার থাকতে পারে। তবে সেটি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনও পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে, তবে নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা।’

সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি প্রদর্শন করা হবে বলেও এসময় ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক।

এবারের কউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিলর ও সমসংখ্যক কাউন্সিলর উপস্থিত থাকবে বলে জানান তিনি। এসময় কাউন্সিলের সকল প্রস্তুতি সমাপ্তের ঘোষণা দেন কাদের।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন- প্রসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ হ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।