TadantaChitra.Com | logo

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চেয়ারম্যানের সমালোচনা করায় জাপার ২ নেতাকে বহিষ্কার

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৪, ১৫:১৬

চেয়ারম্যানের সমালোচনা করায় জাপার ২ নেতাকে বহিষ্কার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করায় দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে এই দুইজনকে বহিষ্কার করেছেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে।

এর আগে বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এই দুই নেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সমালোচনা করেন। পাশাপাশি মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়েও বিতর্কিত কথা বলেন।

এর আগে দলের কো-চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে বহিষ্কার করে জাপা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।