TadantaChitra.Com | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আহসান হাবিবের “উপদেশ”

প্রকাশিত : নভেম্বর ০২, ২০১৯, ০৪:৫৩

আহসান হাবিবের “উপদেশ”

“আহসান হাবীব”
সুশিক্ষা দেয় যিনি মহা গুরু হয় তিনি,
ভুলিও না তাকে কোন দিন।
ভক্তি করো স্বরন করো
বড় অফিসার হলেও সেদিন।
বাবা মা জন্মদাতা সম্মানিত যেমন,
যার কাছে শিক্ষা নিছো সেও তেমন।
ভেবে দেখ শিক্ষা বিহীন কত অগোচরে,
তুমি ও তাদের মতো হতে ভবঘুরে।
ভাগ্য কে বিশ্বাস করো পাপকে করো হেলা
সময় থাকতে শোধরে নাও,করোনা অবহেলা।
পারা প্রতিবেশি যত,করিও সম্মান,
পথ হারা অসহায় কে করোনা অসম্মান।
সাধ্য মতো হাতটি তোমার দাও বাড়িয়ে,
এতিম দেখে এগিয়ে এসো, যেও না এড়িয়ে।
হিন্দু বলো,বৌদ্ধ বলো,খৃষ্টান, মুসলমান,
নাই কোন ভেদাভেদ সকলে সমান।
সম্মান পেতে হলে আগে কর তুমি,
তবেই তুমি হতে পারো সফল অগ্রগামী।
ধনী গরিব মজুর যত আছে ফুটপাতে,
একদিন সকল কে যেতে হবে একই পথে।
নিয়তির খেলা,না যায় খন্ডন,
করিও না করো জীবন লুন্ঠন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।