TadantaChitra.Com | logo

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক নিয়া আইসা আমার ধান কাটার তেশ মাইরা দিয়া গেছে

প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২০, ০৯:১১

সাংবাদিক নিয়া আইসা আমার ধান কাটার তেশ মাইরা দিয়া গেছে

অনলাইন ডেস্কঃ কৃষকের খেতে গিয়ে কাচা ধান কেটে ফটোসেছন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে থাকা গোপাঅপুরের এমপি তানভীরের ধান কাটা নিয়ে মুখ খুললেন ধান ক্ষেতের মালিক।তিনি এক ভিডিওতে বলেন হঠাত ১২ জন্য সাংবাদিক নিয়ে আইসা এমপি সাহেব খেতের কাচা পাকা সব ধান কাটা শুরু করেন।ধান কেটে তার আটি না বেধে পুরো ক্ষেত জুড়ে ছড়িয়ে ছটিয়ে ফেলে যান এমপি ও তার দল বল। সেগুলি আবার খুটে খুটে আটি বাধতে ৫-৭ জন বাড়তি শ্রমিক লাগে তার।

তিনি বলেন, ধান কাটার আগে একটি ধান কাটা মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি সাহেব।ফটসেশন শেষ হলে কন রকম কথা বার্তা না বলে তিনি চলে যান।পরে সারাদিন কষ্ট করে সারাক্ষেত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধান আটি বাধেন সেই কৃষক।দেখুন ভিডিওতে, আর পড়ুন, হঠাৎ গাড়ি থেকে নেমে ধান কাটতে শুরু করলেন প্রতিমন্ত্রী কৃষকের সঙ্গে জমিতে ধান কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামে কৃষকের ধান কেটে দেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কৈগ্রাম এলাকায় শ্রমিকদের ধান কাটা দেখে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন প্রতিমন্ত্রী। পরে আখের আলী নামে এক কৃষকের জমিতে ধান কাটেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর ধান কাটা দেখে অবাক হন শ্রমিকরা। পরে আখের আলীর কাঁধে হাত রেখে কথা বলেন প্রতিমন্ত্রী। সেই সঙ্গে এলাকার বোরো ফলন সম্পর্কে খোঁজখবর নেন। পানিতে নেমে প্রতিমন্ত্রীকে ধান কাটতে দেখে উপস্থিত শ্রমিক এবং প্রতিমন্ত্রীর গাড়িবহরের লোকজন অবাক হয়ে যান।

তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমি চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্তান। ধান কাটলে লজ্জার কিছু নেই। সবসময় কৃষকের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।

এর আগে গত বুধবার ঝড়ে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ছাতারদিঘী এবং রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাদোপাড়া স্কুল মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিজমি ও ঘরবাড়ি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এরপর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ টাকা ও টিন বিতরণ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, চলনবিল কৃষিপ্রধান এলাকা। চলনবিলের ধান নিজেদের চাহিদা মিটিয়ে সারা দেশে চাহিদার কিছু অংশ পূরণ করে। কিন্তু ঝড়ের কারণে সিংড়া উপজেলার প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধান ঝরে পড়েছে। অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ অবস্থায় ধৈর্য ও সহনশীলতার সঙ্গে ক্ষতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার- কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের পাশে অতীতে যেমন ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে সরকার। কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে। ভর্তুকি দিচ্ছে, বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী প্রমুখ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।