TadantaChitra.Com | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“ইতালির ইমিগ্রেশন প্রশংগে” আহসান হাবিব

প্রকাশিত : মে ১২, ২০২০, ১৪:৫৬

“ইতালির ইমিগ্রেশন প্রশংগে” আহসান হাবিব

🇮🇹ইতালিতে ইমিগ্রেশন আইন পাস হতে যাচ্ছে, শুনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসতে শুরু করেছে। যদিও আইনটি এখনো পাশ হয নি।
বাংলাদেশের এক দল অসাধু ব্যবসায়ী এই সংবাদের সুবাদে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবার উদ্দেশে আইন পাশ হয়েছে বলে সাড়া দেশে প্রচারনা চালাচ্ছে।আর অবৈধ পথে লোক পাঠিয়ে মানুষ কে জীবনের হুমকির দিকে ঠেলে দিচ্ছে।

🇮🇹৬ লক্ষ লোক বৈধ করে নেবার যে পরিকল্পনা সরকারের রয়েছে,তা তাদের জন্য, যারা ইতিমধ্যে ইতালিতে অবস্থান করছেন এবং নিয়মিত কোন প্রতিষ্ঠানে কিংবা বাসা বাড়িতে কাজ করছেন।
তাদের জন্য নয় যাঁরা নতুন করে এখন প্রবেশ করবেন।(যদি আইন টি পাশ হয়)।
🇮🇹শোনা যাচ্ছে ইতালিতে আসার জন্য লিবিয়া,কাতার কুয়েত, আরব আমিরাত,এবং বাংলাদেশে সহ বিভিন্ন দেশ থেকে আসার জন্য ইতিমধ্যে পারি জমিয়েছেন,এবং অনেকেই আসার জন্য পাযতারা করছেন।তাদের উদ্দেশ্যে বলতে চাই,আপনারা কারো প্ররোচনার জালে জড়াবেন না। তার কয়েকটি কারন উল্লেখ করছি।বিগত ২০১২ সালের ইমিগ্রেশন আইনের ভিত্তিতে।
🇮🇹তাঁদেরকে কোন না কোন কাজ/চাকুরি থাকতে হবে।

🇮🇹মোটা অঙ্কের টাকা সরকারের টেক্স বাবদ প্রদান করতে হবে। (পিছনের ৩ থেকে ৬ মাসের)
🇮🇹যত দিন (soggoirno) ইমিগ্রেশন কার্ড হাতে না আসবে ,তত দিন চাকুরির টেক্স চালিয়ে যেতে হবে। (এক থেকে দুই বছর পর্যন্ত টেক্স দিতে হতে পারে।
🇮🇹কোথায় বসবাস করবেন,সেই ঠিকানা সহ বাসার কাগজ পত্র (domicilio) থাকতে হবে।
🇮🇹ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সময় বেঁধে দিলে ,ঐ সময়ের পূর্বে প্রবেশের প্রমান পত্র জমা দিতে হতে পারে।
🇮🇹২০১২ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী আপনাদের সংক্ষিপ্ত একটা ধারনা দিলাম।তবে এই বছর যদি আইন টি পাশ হয়,তাহলে ঐ সব নিয়মের চাইতে সহজ তো হবেই না,বরং আরো কঠিন হবার সম্ভাবনা থাকবে।
🇮🇹আপনার চাকুরি, আপনার বাসার কাগজ,কবে ইতালি ঢুকছেন তার প্রমান, সরকারের টেক্স, উকিলের কিংবা কোন সংস্থার সহযোগিতার ফি,যত দিন (১-২ বছর) soggoirno/ না আসে তত দিন খাওয়া, বাসা ভাড়া, মিলিয়ে সর্ব সাকুল্যে ৮থেকে ১০ হাজার ইউরো খরচ হতে পারে।

🇮🇹আরো জেনে রাখবেন, বিগত ৫ বছর যাবত
ইতালিতে কাজের অভাবে শত শত লোক বেকার।
কাজ নেই বাংলাদেশ থেকে টাকা এনে বাসা ভাড়া, খাওয়া খরচ চালিয়ে যাচ্ছে, এমন নজির আছে অনেক। তার উপর করোনাভাইরাস মহামারী তে ইতালির অবস্থা মোটেই ভাল না।এই মহামারীর কারনে চাকুরি হারাবে হাজারো শ্রমিক।

🇮🇹এমতাবস্থায় নতুন করে কেউ সোনার হরিণ ধরার জন্য ইতালি আসতে চাইলে তা হবে নিজের পায়ে কুড়াল মারার সমান।
যে যেখানে আছেন ভাল আছেন,সুস্থ আছেন।
আমার এই লেখার সত্যতা যাচাই করতে আপনার পরিচিত ইতালির প্রবাসী ভাইকে জিজ্ঞেস করুন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।